
বুধবার ২৮ মে ২০২৫
অতীশ সেন, ডুয়ার্স : বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি হল চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে জলপাইগুড়ি জেলার আমবাড়ি চা বাগানে। বিগত ৯ সেপ্টেম্বর এই চা বাগানেই বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ার পরও খাঁচা ভেঙে পালিয়ে গিয়েছিল একটি চিতাবাঘ। ঘটনার পর চা বাগানে চিতাবাঘের আতঙ্ক ছড়ায়। এরপরই বনদপ্তরের পক্ষ থেকে বাগানের ২৬ নম্বর সেকশানে নতুন আরেকটি খাঁচা পাতা হয়েছিল। প্রায় দুই সপ্তাহ পর ছাগল টোপ দিয়ে পাতা খাঁচায় বন্দি হল একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। তবে বনদপ্তরের সূত্রে খবর, খাঁচা ভেঙে পালিয়ে যাওয়া চিতাবাঘটি ছিল পূর্ণবয়স্ক পুরুষ। এদিন বন্দি হওয়া চিতাবাঘটি সেটি নয়। ফলে শ্রমিকদের আতঙ্ক সহজে কাটছে না।
জানা গিয়েছে বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান দীর্ঘদিন ধরেই চিতাবাঘ উপদ্রুত। বাগানের লোকালয় সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই চিতাবাঘ ঘুরে বেড়াতে দেখা যায়। রাত হলে গবাদি পশু, হাঁস, মুরগির লোভে গৃহস্থের বাড়িতেও চিতাবাঘ হানা দেয়। বাগানে কাজ করা বা চা পাতা তোলার সময়েও আমবাড়ি সহ আশেপাশেই সমস্ত চা বাগানেই কর্মরত শ্রমিকদের উপর চিতাবাঘের হামলার ঘটনা ঘটে। এর থেকে বাঁচতে বনদপ্তরের পক্ষে শ্রমিকদের মধ্যে সচেতনতামূলক প্রচারও চালানো হয়। তবে লোকালয়ের কাছাকাছি এলাকায় চিতাবাঘ দেখা গেলে দুর্ঘটনা এড়াতে চা বাগান কর্তৃপক্ষ বনদপ্তরের কাছে খাঁচা পাতার আবেদন জানালে, বনদপ্তর সেই ব্যবস্থা করে।
খাঁচার রক্ষণাবেক্ষণ ও টোপ লাগানোর দায়িত্ব স্থানীয়দের উপরেই দেওয়া হয়। বিগত দিনে এই বাগানে খাঁচায় ধরা পড়া চিতাবাঘ দেখতে ভিড় জমানো জনতার সামনে পুরাতন খাঁচার জং ধরা দরজা ভেঙে চিতাবাঘের পালিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা যথেষ্ট পরিমাণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এই ঘটনায় একজন আহতও হয়েছিল। এর পরই বনদপ্তর আরেকটি ভাল খাঁচা বাগানে লাগিয়েছিল। এই খাঁচাতেই বুধবার সকালে চিতাবাঘটি ধরা পড়ে। বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা খাঁচা সমেত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।
বনদপ্তরের সূত্রে খবর, এদিন ধরা পড়া চিতাবাঘটি সুস্থ থাকায় দুপুরে সেটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। বাগানে এখনও ঘুরে বেড়ানো অন্যান্য চিতাবাঘগুলিকে ধরতে আবারও খাঁচা পাতা হবে।
আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী
বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’
কুম্ভে নিখোঁজ, হ্যাম রেডিওর হাত ধরে বাড়ি ফিরলেন বৃদ্ধ
পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার
যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার
ব্যবহার করা হল বিশেষ তরঙ্গ, সুন্দরবনের উপকূল রক্ষী বাহিনীর দপ্তরের খুব কাছ থেকেই যোগাযোগ করা হল ১৪টি দেশের সঙ্গে
পরনে লুঙ্গি গায়ে গামছা, মুখে মাস্ক, রাস্তায় নেমে ময়লা পরিষ্কার করছেন মন্ত্রী, কিন্তু কেন?
বাজ পড়ে আগুন, তুমুল চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে
পেটের মধ্যে ছোট ছোট বলের আকারে জমা ছিল তরল, ফাটলেই হত সর্বনাশ, বিরল রোগে জটিল অস্ত্রোপচার মেডিক্যাল কলেজে
গঙ্গায় স্নান করতে নেমেই যত বিপত্তি, তলিয়ে গেল কিশোর
কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?
‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি
শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ
স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪